বিআরটিএ কর্তৃক অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন।

বিআরটিএ কর্তৃক অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল মালিক সমিতির  আহবায়ক কমিটি গঠন।

বিআরটিএ কর্তৃক অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বি আর টি এ)কর্তৃক অনুমোদিত।

 সারা বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং স্কুল প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালিত ড্রাইভিং প্রশিক্ষন স্কুল মালিক সমিতির ০৩-০৭-২০২৫ বিকেল ৪ঃ০০ ঘটিক আহবায়ক কমিটি গঠন।

উক্ত কমিটির মেয়াদ আগামী ০২-০৭২০২৬ ইং তারিখ পর্যন্ত। এই কমিটিতে যারা আছেন তাদের নাম ও তালিকা প্রকাশ।

(নিজস্ব প্রতিবেদক) ঢাকা ০৩-০৭-২০২৬

১) মোঃ মোজাম্মেল হক চৌধুরী-আহ্বায়ক। ২। মোঃ মিজানুর রহমান রতন- যুগ্ন আহবায়ক।

 ৩। মোঃ আঃ জব্বার যুগ্ন আহবায়ক।

৪।মোঃ মোতালেব হোসেনযুগ্ন আহবায়ক। ৫। মোঃ শামসুল হক -যুগ্ন আহবায়ক।

৬। মোঃ শাহিন-সদস্য সচিব।

৭।মোঃ শাখাওয়াত হোসেন-যুগ্ম সদস্য সচিব। 

৮।শামসুল হক-যুগ্ম সদস্য সচিব।

৯। মোঃ জাহিদুল ইসলাম মোল্লা (কোষাধ্যক্ষ)

১০। মোঃ কাজী মেহেদী হাসান (প্রচার সম্পাঃ)

১১।জহিরুল ইসলাম(প্রচার সম্পাদক)

১২। মোঃ আলম-কার্যকরী সদস্য

১৩।জুয়েল হোসেন- কার্যকরী সদস্য

১৩।মোঃ নূর নবী শিমু- কার্যকরী সদস্য

 ১৪।শামসুদ্দিন (চট্টগ্রাম)কার্যকরী সদস্য।

 ১৫।মোঃ নুরুল আমিন কার্যকরী সদস্য -

। এই কমিটি এক বছর পূর্ণ হলে গঠনতন্ত্রমূলক একটি নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে আবার কমিটির সকল কার্যকলাপ হস্তন্ত্র করবেন।

 এই এক বছরে সারা বাংলাদেশের বিআরটিএ কর্তৃক অনুমোদিত ড্রাইভিং ট্রেনিং স্কুল গুলোর পর্যবেক্ষণের মাধ্যমে কিভাবে স্কুলগুলো আরো ডেভলপ করা যায়

 এবং সারা বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কমানোর জন্য স্ক্রিল ডেভেলপমেন্ট এর জন্য কাজ করবেন এই প্রত্যাশাই করেন এই নতুন কমিটি।

কমিটি গঠনের পাশাপাশি নির্বাচন কমিশনার আংশিক প্রকাশ করেন 

১।মো:মিজানুর রহমান 

২।মো: নূর নবী শিমু 

৩।মো:সিদ্দিকুর রহমান